নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বল ভেবে নাড়াচাড়া করতে গিয়ে বোমা ফেটে জখম হল এক কিশোর। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকায়। আহত কিশোর ধ্বনি সরকারকে (১৫) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মুখ, হাত সহ বেশ কয়েকটি জায়গায় সামান্য আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাটুলি থানা থেকে একশো মিটার দূরে একটি মাঠে ক্রিকেট খেলছিল ধ্বনি ও সায়ন ঢালি। সেই সময় বলটি দূরে চলে গেলে আনতে যায় ধ্বনি। বলটি ছিল সাদা রঙের। খুঁজতে খুঁজতে পায়ের কাছে বলের মতো একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতেই আচমকা ফেটে যায়। তার মুখে, নাকে ও হাতে আঘাত লাগে। স্থানীয় লোকজনই তাকে নিয়ে যান হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে আসেন পাটুলি থানা ও বম্ব ডিটেকশন ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। কোথা থেকে এই বোমা এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।