নারায়ণ সিংহরায়: শিলিগুড়িতে 'দাদাগিরি'র বলি বৃদ্ধ! ভরসন্ধেয় বাড়ির সামনেই পিটিয়ে খুন? ঘটনা কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়। মোতায়েন পুলিস ও RAF।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ জহরি। শিলিগুড়ির শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের রাজা হলি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের লোকেদের দাবি, আজ শুক্রবার সন্ধেয় বাড়ির সামনেই বসেছিলেন জহরি। তাঁর কাছে এসে পাঁচশো টাকা চাঁদা চান এলাকারই কয়েকজন যুবক। এরপর টাকা দিতে অস্বীকার করলে, ওই বৃদ্ধের উপর চড়াও হন তাঁরা। শুরু হয় বেধড়ক মারধর। তারজেরেই ঘটনাস্থলেই মৃত্যু জহরি।
কেন এই হামলা? পরিবারের লোকেদের দাবি, এলাকায় তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন জহরি। বহুবার থানা, এমনকী স্থানীয় কাউন্সিলের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু লাভ নেই। অভিযোগ, তোলাবাজির প্রতিবাদে করাতেই পিটিয়ে খুন করা হয়েছে ওই বৃদ্ধকে। তদন্তে নেমেছে এনজিপি থানার পুলিস।