ভাইফোঁটার বাজার আগুন, ইলিশ থেকে ভেটকি-পমফ্রেট কত? জানুন বাজারদর
আজ তক | ০২ নভেম্বর ২০২৪
ভাইফোঁটার আগে আগুন দাম সবজির। বাজারে ইলিশের জোগান নেই। তবে হিমঘরের ইলিশ বাজারে ঢুকেছে। পমফ্রেট, কাতলার দামেও ছ্যাঁকা। তবে ভাইয়ের পাত সাজাতে থালায় কী কী রাখবেন? কোন বাজারে কোন মাছ তুলনামূলক সস্তা, মুরগী-খাসির মাংসের দাম কত পড়বে? রইল বাজারদর।
সবজির বাজারদর
উৎসবের মরশুমে আনাজ-সবজির চড়া দামই ছিল। আজ বেগুনের দাম ১২০ টাকা, পটল ১০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ফলে পাঁচরকম ভাজা দিতে গিয়ে একটু পকেটে টান পড়তে পারে। চালানি ক্যাপসিকাম, কড়াইশুঁটির দামও বেড়েছে। ফ্রায়েড রাইস করলে বিন্স দিতে হবে। বিন্স ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কিলো দরে।