• ফের নিম্নচাপের ভ্রূকুটি, আজ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা; শীত পড়বে কবে?
    আজ তক | ০২ নভেম্বর ২০২৪
  • ফের ঘনাচ্ছে দুর্যোগ। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি। রাজ্যে ফের টানা বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। রাজ্যে এখনও শীতের দেখা নেই। বাতাসে আর্দ্রতা সামান্য কমেছে। দিনের বেলা অস্বস্তি থাকলেও, রাতে ও সকালে হালকা কুয়াশার চাদরে ঢাকছে। এরই মধ্যে ফের পথের কাঁটা হিসেবে আসতে চলেছে নিম্নচাপ। যা পরবর্তীতে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে।

    কবে থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস?
    ইতিমধ্যে ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নভেম্বরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত এই রাজ্যেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

    ২ ও ৩ নভেম্বর আবহাওয়া কেমন থাকবে?
    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টিহীন ভাইফোঁটা কাটতে চলেছে। দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। উপরন্তু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিনের মধ্যে জেলার বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
    তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রেহাই নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বেশকিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে। হিমালয় বঙ্গে জেলার অনেক জায়গায় আগামী ৪ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    তবে ফের নিম্নচাপের পূর্বাভাস শীতের পথে বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী  বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কমবেশি বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজ তক)