আলিপুর আবহাওয়া দফতর বলছে, নভেম্বরের শুরুতেই ঠান্ডার আমেজ মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আগামী চার দিনে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। কমতে পারে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের আবহাওয়া কেমন সে দিকে নজর থাকবে আজ।
দোরগোড়ায় আমেরিকার নির্বাচন। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস— হোয়াইট হাউসে কে যাবেন? তা নিয়ে চলছে জল্পনা।
হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। শুক্রবারই লেবানন থেকে উত্তর ইজ়রায়েল লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালানো হয়। সেই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। অভিযোগের তির ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার দিকে। অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই তার দেশের সেনাবাহিনীকে ইজ়রায়েলে হামলা চালানোর পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন। আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।
একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন নরেন্দ্র মোদীর সরকার। আলোচনা চলছে অসামরিক বিমান পরিবহণ আইনে সংশোধনী আনার বিষয়েও। এ ছাড়া বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনায় স্থানীয় স্তরেও বিভিন্ন থানা তদন্ত চালাচ্ছে। শুক্রবার নাগপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে।