• ভাইফোঁটার আগে বাজারদর কেমন। তাপমাত্রা কমবে, শীত কবে পড়বে। আমেরিকার নির্বাচন। আর কী নজরে
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৪
  • কালীপুজো মিটতে না-মিটতেই ভাইফোঁটা। রবিবার ভাইফোঁটা। তার আগে কলকাতার বাজারে মাছ, মাংস থেকে শুরু করে সব্জি, ফল, মিষ্টি— সব কিছুরই চাহিদা তুঙ্গে। সেই দামও ঊর্ধ্বমুখীও। শীতের মরসুমি সব্জি বাজারে উঠতে শুরু করেছে। সেগুলির দামের দিকেও আজ নজর থাকবে। শহর ও শহরতলির বিভিন্ন বাজারগুলিতে কাতলা ৩০০ টাকা প্রতি কেজি, রুই ২৫০ টাকা প্রতি কেজি, মুরগির মাংস ২৫০ টাকা প্রতি কেজির আশপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি, জেলার বাজারেও মাছ-মাংসের দাম অন্যান্য দিনের তুলনায় এই সময় কিছুটা বৃদ্ধি হয়। সে ক্ষেত্রে ভাইফোঁটার আগের দিন বাজার করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগার সম্ভাবনাও রয়েছে। ভাইফোঁটার আগে আজ বাজারদর কেমন, সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    আলিপুর আবহাওয়া দফতর বলছে, নভেম্বরের শুরুতেই ঠান্ডার আমেজ মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আগামী চার দিনে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। কমতে পারে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের আবহাওয়া কেমন সে দিকে নজর থাকবে আজ।

    দোরগোড়ায় আমেরিকার নির্বাচন। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস— হোয়াইট হাউসে কে যাবেন? তা নিয়ে চলছে জল্পনা।

    হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত পশ্চিম এশিয়া। শুক্রবারই লেবানন থেকে উত্তর ইজ়রায়েল লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালানো হয়। সেই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। অভিযোগের তির ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার দিকে। অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই তার দেশের সেনাবাহিনীকে ইজ়রায়েলে হামলা চালানোর পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন। আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।

    একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন নরেন্দ্র মোদীর সরকার। আলোচনা চলছে অসামরিক বিমান পরিবহণ আইনে সংশোধনী আনার বিষয়েও। এ ছাড়া বিমানে বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনায় স্থানীয় স্তরেও বিভিন্ন থানা তদন্ত চালাচ্ছে। শুক্রবার নাগপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে।

  • Link to this news (আনন্দবাজার)