• পাকাবাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় তৃণমূল কর্মী-সমর্থকদের নাম! প্রতিবাদ করতেই হাতাহাতি
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৪
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আবাস যোজনার সমীক্ষা নিয়ে জেলায়-জেলায় অশান্তির খবর মিলছে। এবার সেই আবাস প্লাসের তালিকা নিয়ে বচসা গড়াল হাতাহাতিতে। শনিবার সকালে রায়দিঘিতে নির্দল ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি বেঁধে যায়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হল।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কুমড়ো পাড়ার পুরকাইত ঘেরিতে এলাকার আবাস প্লাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা টাঙিয়ে দেন এলাকার নির্দল পঞ্চায়েত সদস্যা। বিতর্ক তৈরি হয় এর পরই। অভিযোগ, শাসকদল তৃণমূলের কর্মী ও সমর্থকদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের তালিকায় তাঁদের নাম রয়েছে। ওই তালিকা খুলে ফেলার জন্য বচসা ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তার পরই হাতাহাতি বেঁধে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় নির্দল পঞ্চায়েত সদস্যার এক সমর্থককে গ্রেপ্তার করেছে রায়দিঘি থানার পুলিশ। এই ঘটনায় রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, “বিরোধীপক্ষ এলাকায় ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে চাইছে।” পালটা নির্দল কর্মীদের দাবি, শাসকদলের কর্মী-সমর্থকরা প্রভাব খাটিয়ে আবাস যোজনার তালিকায় নামের সংযোজন করাচ্ছে। প্রতিবাদ করলেই অশান্তি বাঁধছে। মারধর করা হচ্ছে। সবমিলিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)