আরজি কর ইস্যু-তে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ সরব হয়েছেন। গর্জে উঠেছেন আরজি কর-এর অন্দরে তরুণী চিকিৎসকের ভয়াবহ মৃত্যুর ঘটনায়। সেই প্রতিবাদের রেশ উৎসবের আবহেও ধরা দিল। এবার মিষ্টিতে! ভাইফোঁটার মিষ্টিতেও এবার ‘জাস্টিস’এর বার্তা। এমনই বার্তা দিয়ে বাজার কাঁপিয়ে বিক্রি হচ্ছে ‘জাস্টিস’ মিষ্টি।
কোথায় পাওয়া যাচ্ছে এমন অভিনব মিষ্টি?
ভাইফোঁটায় ভাইয়ের মঙ্গল আর দীর্ঘায়ু কামনায় বোনেরা পাত সাজিয়ে দেন মিষ্টিতে। আর এই কারণে ভাইয়ের জন্য বিশেষ মিষ্টি সব সময়ই খোঁজেন বোনেরা। এদিকে, চলতি বছরে বাংলা দেখেছে আরজি কর-কাণ্ডের জেরে গোটা রাজ্যে তোলপাড় করা বিক্ষোভ। সেই আবহে এবার ভাইফোঁটাতেও ‘জাস্টিস’ সন্দেশ। প্রশ্ন হল, কোথায় পাওয়া যাবে এমন জাস্টিস সন্দেশ? ঠিকানা হল, উত্তর ২৪ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। সেখানে এই অভিনব সন্দেশ তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। ভাইফোঁটায় বোনকে রক্ষা করার অঙ্গীকারও ভাইদের তরফে মিশে থাকে পার্বনের উদযাপনে। আর সেই দিকে নজর রেখেই, আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে এমন সন্দেশ। এই মিষ্টি প্রতিবাদের ভাষাকে কতটা জোরালো করতে পারল, তা সময়ই বলবে। তবে, আপাতত এই মিষ্টি মুহূর্তে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে এলাকায়।
শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এর কর্ণধার সুমিত সাহা জানান ইতিমধ্যেই এই ‘জাস্টিস মিষ্টি’র বেশ কিছু অর্ডার পাওয়া গেছে তিনি আশাবাদী ভাইফোঁটার দিন ‘জাস্টিস মিষ্টি’ ভালো বিক্রি হবে। এই মিষ্টি কেনা তো বটেই, শুধু এই মিষ্টি দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষ।
কত দাম এই মিষ্টির?
জানা যাচ্ছে, ১০০ টাকা, ২০০ টাকা দাম রাখা হয়েছে মিষ্টির। অনেক ক্রেতাই দাবি করছেন এই 'জাস্টিস' এর বার্তা দেওয়া মিষ্টি তাঁরা অবশ্যই কিনবেন। ভাইফোঁটার দিনে ভাইয়ের পাতে 'জাস্টিস' সন্দেশ রাখতে চান অনেকেই। আপাতত অশোকনগর এলাকায় এই মিষ্টি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গিয়েছে।