• জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারে মোটরবাইকের ধাক্কা, শিশুপুত্রের মৃত্যু, গুরুতর আহত দম্পতি
    আনন্দবাজার | ০২ নভেম্বর ২০২৪
  • শিশুসন্তানকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন দম্পতি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনের তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারল বাইক। সংঘর্ষে মৃত্যু হল শিশুর। গুরুতর জখম দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায়।

    পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম রিক মণ্ডল (৮)। বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। পুলিস তার দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে একটি তেলের ট্যাঙ্কার মালদহ অভিমুখে যাচ্ছিল। একই অভিমুখে বাইকে ওই দম্পতি ও তাঁদের শিশুপুত্রকে নিয়ে যাচ্ছিলেন। জয়কৃষ্ণপুর হাইস্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। তেল ট্যাঙ্কারের পিছনে বাইকটি ধাক্কা মারে।

    সংঘর্ষের ফলে বাইকে থেকে তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। শিশুটি ট্যাঙ্কারের চাকার তলায় চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই দম্পতিও গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (আনন্দবাজার)