নতুন সপ্তাহেই পারদ নামবে ৪ ডিগ্রি, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
আজ তক | ০৩ নভেম্বর ২০২৪
কলকাতায় ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বায়ুমণ্ডলে কমতে শুরু করেছে জলীয় বাষ্প। সেই কারণে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি ভাইফোঁটার পরই রাজ্যে কমতে শুরু করবে তাপমাত্রা। চলুন আগামী সপ্তাহে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, জেনে নেওয়া যাক সেই আপডেট।
ভাইফোঁটার আবহাওয়া
রবিবার দিন ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পরিষ্কার আকাশ সঙ্গে শুষ্ক আবহাওয়া। শনিবার থেকেই জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এবার শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলায় জেলায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে।
নভেম্বরের প্রথম সপ্তাহেই কমবে তাপমাত্রা
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। কিছু জায়গায় তাপমাত্রার তারতম্য ও বাতাসে কিছু জলীয় বাষ্প থাকার ফলে সকালে কুয়াশা তৈরি হবে। রবিবার কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। বেলার দিকে মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। বৃষ্টি কমার পর শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও আগামী চারদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
জাঁকিয়ে শীত পড়ছে কবে?
সকালে ও বেশি রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও এখনই অবশ্য শীত পড়ছে না বাংলায়। জাঁকিয়ে শীত পড়তে বেশ কিছুটা দেরী আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শীতের হালকা আমেজ পাওয়া যাবে।