• উদ্বোধনের আগেই ডোমকলে ভাঙল সজলধারা প্রকল্পের ওয়াটার ফিল্টারগুলি
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: উদ্বোধনের আগেই বিপত্তি। ট্রায়ালের জন্য জল ভরতেই হুড়মুড়িয়ে উল্টে পড়ল সজলধারা প্রকল্পের ওয়াটার ফিল্টারগুলি। দু’দিনে ওয়ার্ডের দু’টি এলাকায় পরপর এমন ঘটনার জেরে স্থানীয়রা প্রকল্পে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মামনপুর ও দক্ষিণনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামনপুর এলাকায় রাস্তার ধারেই একটি সজলধারা প্রকল্পে জলের প্লান্ট তৈরি হচ্ছে। ইতিমধ্যে ওই প্লান্টের সব কাজই মোটামুটি শেষ হয়েছিল। শুক্রবার বিকেলে ট্রায়ালের জন্য তাতে জল ভরেছিলেন কর্মীরা। এরপরই শনিবার সকালে কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি তাঁরা বাইরে এসে দেখেন, প্লান্টের একাংশে কংক্রিটের মেঝে বসে ফিল্টারগুলি এদিকে ওদিকে পড়ে রয়েছে। ওই খবর শুনে তড়িঘড়ি ঠিকাদারের লোকেরা তা মেরামত করতে এলে স্থানীয় দুর্নীতির অভিযোগে সরব হয়ে কাজে বাধা দেন। মামনপুরের পাশাপাশি দক্ষিণনগর এলাকাতেও শুক্রবার একইভাবে মেঝে বসে গিয়ে হুড়মুড়িয়ে এদিকে ওদিকে উল্টে পড়ে জলের ফিল্টার। 

    স্থানীয় বাসিন্দা মুকুল মণ্ডল বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সজলধারা প্রকল্পের জলের প্লান্টগুলি করা হচ্ছে। ঠিকঠাকভাবে বেসমেন্ট ঢালাই না দেওয়ায় মেঝে বসে গিয়ে ফিল্টারগুলি ভেঙে পড়ছে। 
  • Link to this news (বর্তমান)