• জলঙ্গিতে ধৃত অনুপ্রবেশকারী যুবতী
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: কয়েকমাস আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় চোরাপথে ভারতে ঢুকেছিল সেদেশের এক যুবতী। জলঙ্গির গ্রামে এক মহিলার সঙ্গে এতদিন ভালোই ছিল। তবে নিজের দেশে ফিরতে গিয়েই বেকায়দায় পড়ল সে। জাল পরিচয়পত্র দেখিয়ে বিএসএফের নজরদারি চৌকি পার করতে গিয়ে রুপেজা খাতুন নামে ওই যুবতী ধরা পড়ে। তাকে আটক করে জলঙ্গি থানার হাতে তুলে দেন ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের জলঙ্গি বিওপি ক্যাম্পের জওয়ানরা।

    বিএসএফ জানিয়েছে, ওই যুবতীর বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। বাংলাদেশে অশান্তির সময়ে জলঙ্গির সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এখানে এক মহিলার বাড়িতেই থাকত। শুক্রবার বিকেলে ফরাজীপাড়ার ১ নম্বর পয়েন্ট দিয়ে চর পরাসপুরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিল সে। সেসময় তার পরিচয়পত্র দেখে চৌকিতে কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হয়। তাঁরা পরিচয়পত্র যাচাই করে বুঝতে পারেন, সেটি জাল। এরপর ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তার আসল পরিচয় প্রকাশ্যে আসে। এরপর বিএসএফ তাকে পুলিসের হাতে তুলে দেয়।
  • Link to this news (বর্তমান)