সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুর ও ময়ূরেশ্বরে পৃথক পথ দুঘর্টনায় মৃত্যু হল দুজনের। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বালে হাঁসদা(৭৪) ও সুকুমার মণ্ডল (৫৪)। প্রথমজনের বাড়ি মহম্মদবাজার থানার তেঁতুলবাধি গ্রামে। অপরজন লাভপুর থানার মহুলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ছেলে মেয়ের সঙ্গে বাইকে চেপে রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মল্লারপুরের সোঁজ গ্রামের আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন বালে হাঁসদা। বাইক চালাচ্ছিল তাঁর ছেলে। মল্লারপুর ঢোকার মুখে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্রেক কষলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কে ছিটকে পড়েন তিনজনই।
মাথায় জোর আঘাত পান ওই বৃদ্ধা। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর ছেলে ও মেয়েকে ছেড়ে দিলেও বৃদ্ধাকে ভর্তি করে নেওয়া হয়। পরে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পেশায় চা বিক্রেতা সুকুমার মণ্ডল বৃহস্পতিবার রাতে ময়ূরেশ্বরে এসেছিলেন ঠাকুর দেখতে। তার পরের দিন সকাল ১০টা নাগাদ ময়ূরেশ্বরের হাটিন গ্রামের রাস্তায় তাঁকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিস এসে প্রৌঢ়কে উদ্ধার করে ময়ূরেশ্বরের বাসুদেবপুর ব্লক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাঁকে রামপুরহাট মেডিক্যালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, কোনও যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।