সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের বড় বাজারগুলির মধ্যে অন্যতম মোহনবাটি বাজার। সেখানে দোতলা একটি দোকান প্রায় পাঁচ বছর বিপজ্জনক অবস্থায় রয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, সেটি ভেঙে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। দোকানদারদের অভিযোগ, মাঝেমধ্যে ভগ্নপ্রায় দোকান থেকে পলেস্তারা খসে পড়ছে। জং ধরা রড বেরিয়ে রয়েছে। এই মোহনবাটি বাজার দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দোকানটি ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাছাড়া দোকানটির দু’পাশের রাস্তা ধরে বিপদ মাথায় যেতে হয় কর্মী ও সাধারণ মানুষকে। এতদিন বেহাল অবস্থা থাকলেও কেন দোকানটি ভেঙে দেওয়া হচ্ছে না? বাজার কমিটি কেন ব্যবস্থা নিচ্ছে না? ব্যবসায়ীদের অভিযোগ, দোকানটি বাজার কমিটির সভাপতি জয়ন্ত সোমের দাদার। তাই জয়ন্তকে জানিয়েও কাজ হয়নি। দুর্ঘটনার আশঙ্কার বিষয়টি তাঁকে জানানো হলেও কান দেননি। দ্রুত দোকানটি ভেঙে ফেলা বা সংস্কারের জন্য প্রশাসনের পদক্ষেপ চাইছেন ব্যবসায়ীরা। মোহনবাটি বাজারের সম্পাদক শিবেন্দ্রনাথ বর্মন বলেন, দোকানের বিপজ্জনক অবস্থা নিয়ে জয়ন্ত সোমকে বেশ কয়েকবার জানানো হয়েছে। তবে তিনি কোনও পদক্ষেপ নেননি। দু’দিন আগেও ফের জানানো হয়। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।
দোকানটি প্রায় পাঁচ বছর ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে এমন অভিযোগ উঠলেও জয়ন্তর দাবি, এক বছর দোকানটির অবস্থা খারাপ হয়েছে। দাদার সঙ্গে কথা হয়েছে। দু’এক দিনের মধ্যেই ঠিক করে নেব।
দ্রুত বাজার কমিটির সঙ্গে কথা বলে দোকানটি নিয়ে পদক্ষেপ নিতে বলবেন বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস।