সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের জমছে জঞ্জালের স্তূপ। উত্সবের মধ্যেও একই পরিস্থিতি। দু’মাস আগে স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে শিলিগুড়ি পুরসভা হাসপাতালের দীর্ঘদিনের জমা জঞ্জাল সাফ করে দেয়। তারপর আবার জমা হচ্ছে বর্জ্য। সাধারণ নোংরার সঙ্গে চিকিৎসা বর্জ্যও রয়েছে সেই স্তূপে। যা হাসপাতালের পরিবেশকে দূষিত করে তুলছে।
আর জি কর কাণ্ডের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি ব্যস্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জঞ্জাল অপসারণ নিয়ে কর্তৃপক্ষের যে কোনও নজর নেই তার প্রমাণ এই জঞ্জালের স্তূপ।
শিলিগুড়ি পুরসভা হাসপাতালে দীর্ঘদিনের জমা জঞ্জাল সাফ করে দেওয়ার পর আবার কেন ধীরে ধীরে ক্যাম্পাসের জায়গায় জায়গায় জঞ্জালের স্তূপ জমতে শুরু করেছে, এ প্রশ্ন সকলের। হাসপাতালের রোগীদের রান্নাঘরের পাশে জমছে জঞ্জাল। আইডি ওয়ার্ডের সামনে রাস্তার উপরে পড়ে থাকছে বর্জ্য। এরমধ্যে চিকিৎসা বর্জ্যও রয়েছে। আর এই স্তূপ করা জঞ্জালে খাবারের সন্ধারে অবাধ বিচরণ করছে গবাদিপশু। চারদিকে ওসব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ফলে হাসপাতালে ঢোকার বেশকিছু জায়গায় জঞ্জাল মাড়িয়ে যেতে হচ্ছে সকলকে।
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার। স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে শিলিগুড়ি পুরসভার জঞ্জাল সাফ করে দেওয়ার পর ফের কেন জমছে জঞ্জালের পাহাড়? এ প্রশ্নের উত্তরে হাসপাতালের ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল বলেন, শিলিগুড়ি পুরসভা সম্প্রতি দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য তুলে নিয়ে যায়। ফের বর্জ্য জমছে অস্বীকার করব না। আগে এই জঞ্জাল শিলিগুড়ি পুরসভার থেকে নিয়ে যেত। কিন্তু বেশকিছু বকেয়া টাকা পুরসভার থেকে হাসপাতালের কাছে চাওয়া হয়েছিল। তা দিতে না পারার পরেই পুরসভার থেকে জঞ্জাল নিয়ে যাওয়া বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে এখন ভরসা মহকুমা পরিষদ। কারণ মহকুমা পরিষদ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করার উদ্যোগ নিয়েছে।