কোচবিহারে ট্রাফিক ব্যবস্থায় জোর, কমেছে পথ দুর্ঘটনা
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত বছরের তুলনায় চলতি বছর কোচবিহারের ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট ভালো হয়েছে। শনিবার এই পরিসংখ্যান তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। জানা গিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর জেলায় দুর্ঘটনার পরিমাণ ১৮ শতাংশ কমেছে। গত বছর ৩৮৭টি দুর্ঘটনা ঘটেছিল। এবার সেখানে ৩২১টি দুর্ঘটনা ঘটেছে। একই ভাবে মৃত্যুর হার কমেছে ১১ শতাংশ। গত বছর মৃত্যু হয়েছিল ১৯৩ জনের। চলতি বছরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭২ জনের। জখমের সংখ্যাও কমেছে।
সিগনালিং ব্যবস্থা, গাড়ি, টোটো সব দিকেই নজর রাখা হচ্ছে। হেলমেট পড়া, সিট বেল্ট বাঁধা প্রভৃতির উপরেও জোর দেওয়া হচ্ছে। এসবের কারণেই ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠক পুলিস সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি ট্রাফিক মহম্মদ কুতুবউদ্দিন খান। পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও এনফোর্সমেন্ট ট্রাফিকের তিনদিকের উপরেই কাজ হয়েছে। সব দিকেই জোর দেওয়া হয়েছে। ফলে দুর্ঘটনা, মৃত্যু, জখমের সংখ্যা কমেছে। এই প্রচেষ্টা জারি থাকবে।