সংবাদদাতা, মালদহ: ছটপুজো এবং কালীপুজোর নিরঞ্জন সুষ্ঠুভাবে করতে পদক্ষেপ করল ইংলিশবাজার পুরসভা, প্রশাসন ও পুলিস। বৃহস্পতিবার ছিল কালীপুজো। শুক্র ও শনিবার কিছু প্রতিমা নিরঞ্জন হলেও রবিবার বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন হবে বলে জানা গিয়েছে। তারপরই শুরু হয়ে যাবে ছটপুজোর প্রস্তুতি। তাই বিশেষ করে ইংলিশবাজারের রামকৃষ্ণ মিশন ঘাটে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। এই ঘাটেই বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন হয়। তাছাড়া ছটপুজোর ভিড়ও এই ঘাটেই সবচেয়ে বেশি হয়। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ঘাটে বালির বস্তা ফেলা হয়েছে। উদ্দেশ্য হল কাদাতে কেউ যেন পিছলে না পড়ে যান। থাকছে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। ইতিমধ্যেই পুরসভার কর্মীরা মহানন্দার বড় ঘাটগুলি পরিষ্কার করে এসেছেন। আমাদের কর্মীরা কালীপুজোর নিরঞ্জন ও ছটপুজোয় বিশেষ নজর রাখবেন। আমি নিজেই ঘাটগুলিতে পরিদর্শন করব ধারাবাহিক ভাবে। তবে মহানন্দার জল কম থাকায় স্পিডবোট রাখা হয়নি। সিভিল ডিফেন্সের কর্মীরা অবশ্য থাকবেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা এড়াতে প্রহরা চলবে। অবাঞ্ছিত ঘটনা রুখতেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা।