নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেনে ওঠার সময় এবার আগে থেকে আরও সতর্ক হোন। ভুল করেও মহিলা কামরায় উঠবেন না। আরপিএফ জওয়ানরা ওঁত পেতে আছেন। মহিলা কামরায় পা দিলেই গ্রেপ্তার হবেন। সেক্ষেত্রে জেল ও জরিমানা ঠেকানো যাবে না। পূর্ব রেলের পরিসংখ্যান বলছে, সদ্যসমাপ্ত অক্টোবর মাসেই সংশ্লিষ্ট জোনে লেডিস কোচে উঠে ১ হাজার ৪০০ জন পুরুষ যাত্রী গ্রেপ্তার হয়েছেন। মাত্র একমাসে মহিলা কামরায় উপস্থিতির অপরাধে ১ হাজার ২০০টি মামলা দায়ের করেছে রেল পুলিস। রেলের তরফে জানানো হয়েছে, মহিলা কামরা শুধু নারীদের জন্যই সংরক্ষিত। সেখানে পুরুষের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ। এ সংক্রান্ত বার্তা লাগাতার প্রচার সত্ত্বেও এক শ্রেণির পুরুষ যাত্রী তা অমান্য করছেন। তাই পূর্ব রেলের চারটি ডিভিশনে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হতে চলেছে। রেলরক্ষী বাহিনী আগের তুলনায় বাড়তি সক্রিয় হচ্ছে। রেলের পরিসংখ্যান বলছে, গতমাসে এই ঘটনায় সবচেয়ে বেশি পুরুষ যাত্রী গ্রেপ্তার হয়েছে শিয়ালদহ ডিভিশনে। শুধু অক্টোবর মাসে এই সংখ্যা ছিল ৫৭৪ জন। অন্যদিকে, হাওড়া-মালদহ-আসানসোলে এই গ্রেপ্তারি দাঁড়িয়েছে যথাক্রমে ২৬২, ৩৯২ এবং ১৭৬ জন। এই ধরনের ঘটনায় রেলওয়ে আইনের ১৬২ ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। মহিলা যাত্রীদের উদ্দেশে রেলের পরামর্শ, ট্রেন সফরে এই ঘটনা ঘটলে প্রতিবাদ করুন। প্রয়োজনে ১৩৯ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। দ্রুত আরপিএফ কড়া পদক্ষেপ করবে।