• আবাস প্লাসে প্রাপকদের তালিকা প্রকাশ্যে আসায় বিবাদ, জখম দুই
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: পঞ্চায়েতের আইএসএফ সমর্থিত নির্দল সদস্য আবাস প্লাস প্রকল্পের ঘরের প্রাপকদের তালিকা ব্যানার-ফেস্টুনে লিখে টাঙিয়ে দেন বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়দিঘির কুমড়োপাড়া পঞ্চায়েতের চিকেন মোড় পুরকাইত ঘেরি এলাকায়। অভিযোগ, প্রাপক তালিকায় রায়দিঘি থানার সিভিক ভলান্টিয়ার সাবির হোসেন হালদারের নাম প্রকাশ্যে চলে আসায় তিনি তা ছিঁড়ে দেন। তাঁর পাকা বাড়ি আছে বলে বক্তব্য অনেকের। এই নিয়ে নির্দল সমর্থক ও তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। কেন আচমকা এই তালিকা প্রশাসনকে না জানিয়ে টাঙানো হল তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের কর্মীরা। ঘটনাস্থলে তৃণমূলের অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। 

    পাল্টা নির্দল পঞ্চায়েত সদস্যও অভিযোগ করেন, তাঁকেও মারধর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রায়দিঘি থানার পুলিস ঘটনাস্থলে যায়। নির্দল পঞ্চায়েত সদস্যের আত্মীয় মনোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, ‘বিরোধী দলের কয়েকজন আবাস প্লাস প্রকল্পের পুরনো তালিকা এলাকায় টাঙিয়ে উত্তেজনা ছড়িয়েছে। অঞ্চল সভাপতিকে লোহার রড দিয়ে মারা হয়।’ নির্দল পঞ্চায়েত সদস্য ফারিদা শেখ মোল্লার স্বামী মইদুল মোল্লা বলেন, ‘আমার বাড়িতে প্রায়ই লোকজন আসত আবাস প্লাস তালিকায় নাম আছে কি না জানতে। এর জন্যই বুথে প্রাপকদের নাম ব্যানার সহ টাঙিয়ে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েই। কিন্তু কেন এই  তালিকা টাঙানো হল, এই বলে সিভিক ভলান্টিয়ার ও তাঁর দাদা এসে ছিঁড়ে দেন। আমার স্ত্রীকে মারধর করে তৃণমূলের লোকজন। আমরা মারামারি করিনি। আমাদের অভিযোগও থানা নিতে চায়নি।’
  • Link to this news (বর্তমান)