• দীপাবলি শেষ হতেই খারাপ হচ্ছে শহরের বাতাসের মান
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির পরই খারাপ হতে শুরু করেছে শহরের বাতাসের মান। সূত্রের খবর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ কর্মীদের কাছে কালীপুজো ও তার পরের দিন শব্দবাজি সংক্রান্ত লাগাতার অভিযোগ এসেছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে বিধাননগর, বাঙুর, লেকটাউন থেকে। পাশাপাশি দক্ষিণ কলকাতার বেহালা, কসবা থেকে এসেছে বেশি অভিযোগ। এক পরিবেশ কর্মী বলেন, শহরের দুই ‘ব’ অর্থাত্ বিধাননগর আর বেহালাই প্রশাসনের মাথাব্যথার কারণ হয়েছে। কালীপুজোয় পুলিস ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে রাতে বেরিয়েছিলেন পরিবেশ কর্মীরা। বিধাননগর, বাঙুরে ব্যাপক শব্দবাজি ফাটছে তার প্রমাণও পেয়েছিলেন। শনিবারের তথ্য অনুযায়ী, বালিগঞ্জ এলাকায় বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) ৩০২। যাদবপুর, রবীন্দ্রভারতী, রবীন্দ্র সরোবর এলাকার সূচক যথাক্রমে ২৩৭, ২৬৩ ও ২২৯। একিউআইয়ের স্বাভাবিক মান ৫০। তার বেশি হলেই স্পর্শকাতর ব্যক্তিদের শ্বাসকষ্ট শুরু হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। 

    দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, ‘এখন আলো বাজি অনেক উঁচুতে গিয়ে ফাটে। যার ফলে বাতাসের উপরের স্তরে ধূলিকণা থেকে যায়। খুব বৃষ্টি না হলে তা থেকেই যায়।’ পরিবেশকর্মী নব দত্ত বলেন, ‘বেহালা আর বিধাননগর থেকে বেশি অভিযোগ মিলেছে। হাসপাতালের ভিতর কড়াকড়ি থাকলেও সেই চৌহদ্দিতে শব্দবাজির প্রভাব দেখা গিয়েছে। পুলিস গেলে সবাই পালিয়ে গিয়েছেন। কিন্তু পুলিস চলে গেলেই আবার দাপট বেড়েছে শব্দবাজির।’ এ জন্য শব্দবাজির উত্পাদন ও বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখার জন্য সরব পরিবেশ কর্মীরা।
  • Link to this news (বর্তমান)