নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আড়াই কুইন্টাল ভোগের অন্নকূট উৎসব হল খড়দহের শ্যামসুন্দর মন্দিরে। হাজার পাঁচেক মানুষ সেই অন্নকূট ভোগ গ্রহণ করেছেন। পাঁচশ বছর ধরেই এই অন্নকূট উৎসব হয়ে আসছে। শুক্রবার শ্যামসুন্দরকে শ্যামা মা সাজিয়ে পুজো করা হয়েছিল, যা দেখতে বহু মানুষ ভিড় করে। এদিন সেই ভিড়কে ছাপিয়ে যায় অন্নকূট উৎসবে। মন্দির কমিটির এক কর্তা অশেষ গোস্বামী জানিয়েছেন, এদিনের অন্নকূট উৎসব শ্যামসুন্দর মন্দিরের পরম্পরা। সেই পরম্পরা মেনেই আড়াই কুইন্টাল ভোগ দেওয়া হয়েছে।