• সাঁকরাইলে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত ২
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁকরাইলের হালিশহরে একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। গুরুতর জখম অবস্থায় বাইকের আরও দুই আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। মৃত যুবকের নাম দীপঙ্কর রং (২৯)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সাঁকরাইল থানার পুলিস। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করেছে তারা। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ সাঁকরাইলের হালিশহরের দিক থেকে আবাদার দিকে যাচ্ছিলেন দীপঙ্কর রং, অভিজিৎ ঘুঘু ও মনিরুল শেখ নামের তিন যুবক। কয়েক মাস আগে হালিশহরের কাছে একটি কংক্রিটের সেতু মেরামতির জন্য বন্ধ করে পাশে একটি অস্থায়ী সেতু চালু করা হয়। নতুন সেতুর কাজের জন্য রাস্তার ধারে স্টোন চিপস জমা করে রাখা ছিল। সেই অস্থায়ী সেতু দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ওই তিন যুবক। স্থানীয় বাসিন্দা শেখ কামালউদ্দিন বলেন, হঠাৎ খুব জোরে একটা আওয়াজ পাই। এরপরই বেরিয়ে দেখলাম তিন যুবক রাস্তায় পড়ে রয়েছে। তড়িঘড়ি একটা টোটো জোগাড় করে ওদের সাঁকরাইলের হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবাদার রংপাড়ার বাসিন্দা দীপঙ্কর রংকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। বাকি দুই যুবকের মধ্যে হালিশহরের উত্তরপাড়ার বাসিন্দা মনিরুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ, রাস্তায় জড়ো করে রাখা স্টোনচিপের জন্য প্রাণ হারাতে হলো ওই যুবককে। বিষয়টির দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল।
  • Link to this news (বর্তমান)