• মহিলা চিকিৎসককে অশালীন বার্তা, ধৃত অ্যাপ বাইকচালক
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  মহিলা চিকিৎসককে ফোনে কটূক্তি শুধু নয়, তাঁকে অশালীন বার্তাও পাঠানো হয়। এই অভিযোগে শনিবার এক অ্যাপ বাইকচালককে গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিস। ধৃতের নাম রাজু দাস। বাড়ি মুকুন্দ দাস কলোনিতে। প্রাথমিক তদন্তে পূর্ব যাদবপুর থানা জানতে পেরেছে, মুকুন্দপুরের এক নামী বেসরকারি হাসপাতালে ডিউটি সেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিবপুরে বাড়িতে ফেরার জন্য অ্যাপ পরিচালিত বাইক বুক করেন ওই মহিলা চিকিৎসক। কিন্তু বাইক আসতে দেরি করায়, ওই চিকিৎসক বাধ্য হয়ে রাইডটি ক্যান্সেল করে দ্বিতীয় একটি বাইক বুক করেন। এতেই সমস্যার সূত্রপাত। মহিলা চিকিৎসকের অভিযোগ, রাইড ক্যান্সেল করার পর অভিযুক্ত রাজু দাস তাঁকে ফোনে অশালীন কটূক্তি করেন। এমনকী তাঁকে অশ্লীল মেসেজও পাঠান। বারবার (১৭ বার) ফোন করে উত্যক্তও করতে থাকেন। তখনকার মতো দ্বিতীয় বাইকে চেপে মহিলা চিকিৎসক শিবপুরে বাড়ি যান। এরপর শনিবার দুপুরে তিনি পূর্ব যাদবপুর থানায় গিয়ে অভিযুক্ত বাইকচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্ত বাইকচালক রাজু দাসকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে আজ, রবিবার আলিপুর আদালতে হাজির করানোর কথা।  উল্লেখ্য, কলকাতায় অ্যাপ পরিচালিত বাইক চালকদের বিরুদ্ধে নিত্যযাত্রীদের অভিযোগ নতুন নয়। বাড়তি ভাড়া দাবি করা থেকে মহিলা যাত্রীকে কটূক্তি, শ্লীলতাহানি করার মতো ভূরি ভূরি অভিযোগ আছে। এবার সেই তালিকায় যোগ হল মহিলা চিকিৎসকের ফোনে অশালীন মেসেজ পাঠানোর মতো ঘটনা।
  • Link to this news (বর্তমান)