সংবাদদাতা, বসিরহাট: মহিলাদের কটূক্তি করার প্রতিবাদ করেছিলেন এক কাউন্সিলার। সেজন্য তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন সেনাকর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। শনিবার টাকি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলার মনোরঞ্জন পাত্র বলেন, প্রাক্তন সেনাকর্মী দীপক দাস বহুদিন ধরেই এলাকায় বিভিন্ন মহিলাকে উত্ত্যক্ত করতেন। এলাকার মহিলারা বহুবার এনিয়ে প্রতিবাদ করেছেন এবং আমার কাছে অভিযোগ জানিয়েছেন। এদিন আমি ওই প্রাক্তন সেনাকর্মীকে মহিলাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতে যাই। তখন দীপক দাসের সঙ্গে আমার তর্কাতর্কি শুরু হয়ে যায়। এরপর দীপক দাসের স্ত্রী শ্রাবন্তী দাস বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং দু’জনে মিলে মারধর শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে সেখানে এলাকার লোকজন জমা হয়ে যায়। হাসনাবাদ থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং দীপক দাস ও তাঁর স্ত্রীকে পুলিস আটক করে নিয়ে যায়। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রাক্তন সেনাকর্মী দীপক দাস বলেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।