• মহিলার শ্লীলতাহানি, ধৃত তৃণমূলের যুবনেতা সহ ৩
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: শ্লীলতাহানির অভিযোগে তৃণমূলের যুবনেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। বনগাঁ থানার চাঁদা এলাকার এই ঘটনা শোরগোল ফেলেছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে কালীপুজোর ভাসানে গিয়েছিলেন এলাকার এক মহিলা। অভিযোগ, ওই মহিলার শ্লীলতাহানি করেন তৃণমূলের যুব নেতা লাল্টু বালা সহ কয়েকজন যুবক। মহিলার দাবি, কালীপুজোর ভাসানে নীলদর্পণ ব্লকের তৃণমূল নেতা লাল্টু বালা সহ বেশ কয়েকজন মিলে আমাকে উত্যক্ত করে। এমনকী আমার হাত ধরে টানাটানিও করা হয়। এরপর রাতেই বনগাঁ থানাতে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে রাতেই লাল্টু বালা, মনোজ বালা ও সুজয় বালাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস এদিকে, তৃণমূল নেতার এই গ্রেপ্তারির প্রতিবাদে চাঁদা এলাকায় বনগাঁ বাগদা সড়ক অবরোধ করেন তাঁর অনুগামীরা। যদিও পুলিস এসে অবরোধ তুলে দেয়। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আইন আইনের পথে চলবে। কেউ দোষ করলে আইন মেনে শাস্তি হবে।
  • Link to this news (বর্তমান)