• কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজে বসছে ডিসপ্লে বোর্ড
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতি মতো কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে বসছে ডিসপ্লে বোর্ড। এর জন্য প্রতিটি মেডিক্যাল কলেজকে ৯০ হাজার টাকা দেওয়া হচ্ছে। ফলে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম আরও সুচারুভাবে বাস্তবায়িত করা যাবে ও রোগী ভোগান্তি কমবে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। মেডিক্যাল কলেজে মোট কত বেড রয়েছে, কত বেড ভর্তি, খালি তা ওয়ার্ডভিত্তিক তুলে ধরা হবে বোর্ডে। এনিয়ে শনিবার কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজের কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের কর্তারা। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় একাধিক দাবিতে আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি ছিল ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’। আর ডাক্তারদের সেই প্রতিশ্রুতি রাখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে ইমার্জেন্সির সামনে বসছে ডিসপ্লে বোর্ড। বেডের পরিসংখ্যান দেখে রোগীদের স্থানান্তর করার সিদ্ধান্ত নিতে পারবেন পরিজনরা।
  • Link to this news (বর্তমান)