• বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, শুরু শুষ্ক আবহাওয়ার দিন, কুয়াশামাখা সকাল...
    ২৪ ঘন্টা | ০৩ নভেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে এবার ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ তৈরি হবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কোনও কোনও জেলার দু-এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই। তবে, সিস্টেম অন্য কথা বলছে। উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব আসাম এবং পশ্চিম আসামে। আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাল্ফ অফ মানারে। তৈরি হচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝাও। তবে কি বৃষ্টি-বাদল থেকে এখনও রেহাই নেই?

    দক্ষিণবঙ্গে

    বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার মতন তৈরি হবে দু-এক জায়গায়।

    আজ, রবিবার ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। বৃষ্টির সম্ভাবনা কমবে। তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলায় জেলায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ।

    উত্তরবঙ্গে

    উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকবে আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি তো বটেই, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

    বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বুধবারের পর থেকে পরবর্তী চার দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।

    আজ, রবিবার ভাইফোঁটায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কলকাতায়

    আজ শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আজ রবিবার ভাই ফোঁটায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে সামান্য ধোঁয়াশা তৈরি হতে পারে কোথাও কোথাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

    কলকাতার তাপমান

    আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৩ শতাংশ। 

    ভিন রাজ্যে

    আবহাওয়ার পরিবর্তনে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মনিপুর মিজোরাম এবং ত্রিপুরায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহেতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাইকাল অন্ধ্রপ্রদেশ সীমা এবং তেলেঙ্গানায়।

  • Link to this news (২৪ ঘন্টা)