• তাপমাত্রা কমবে, তবে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা আরও চার দিন, শীত নিয়ে কী জানাল হাওয়া অফিস
    আনন্দবাজার | ০৩ নভেম্বর ২০২৪
  • আগামী দু’দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে সর্বত্র। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের কোথাও কোথাও। বুধবার কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

    দক্ষিণবঙ্গের কোথাও আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও দু’-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে সর্বত্র তাপমাত্রা কমবে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই আলিপুরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভাইফোঁটার পর থেকেই তাপমাত্রা কমবে। তুলনামূলক ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতাতেও। তবে এখনই আনুষ্ঠানিক ভাবে শীত পড়ছে না শহরে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগামী কয়েক দিনে হালকা শীতের আমেজ দেখা দিতে পারে।

    রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি।

  • Link to this news (আনন্দবাজার)