• বাড়িতেই বাজির কারখানা! উলুবেড়িয়ায় বিস্ফোরণে একাধিক বাড়িতে ফাটল, আটক হলেন বাড়িমালিক
    আনন্দবাজার | ০৩ নভেম্বর ২০২৪
  • বাড়িতে তৈরি হচ্ছিল বাজি! আচমকা সেই সমস্ত বাজি ফেটে বিস্ফোরণ মধ্যরাতে। ফাটল ধরল আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। ভাঙল দরজা-জানলার কাচ। হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বিস্ফোরণ হয় উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া এলাকায়। ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার এই উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু হয়েছে। জখম হয় এক কিশোরী। তার পরে আবার এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় সূত্রের খবর, শনিবার রাত ১টা নাগাদ প্রবল শব্দে কেঁপে ওঠে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ার একটি পাড়া। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের একের পর এক বাড়ির দরজা জানলার কাচ ভেঙে যায়। পড়ে যায় আসবাবপত্রও। এমনকি, বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। স্থানীয়দের অভিযোগ, একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল। সেখান থেকেই ওই দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, পুলিশ এবং প্রশাসনের নজর এড়িয়ে কী ভাবে জনবসতি এলাকায় একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল?

    বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। ইতিমধ্যে বাড়িমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, বাড়িতে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত করা হয়েছিল। সেখান থেকেই কোনও ভাবে দুর্ঘটনা হয়েছে। বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

    গত শুক্রবার উলুবেড়িয়ার গঙ্গারামপুর এলাকায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তিন শিশুর। সেখানে বাজি পোড়ানোর সময় একটি চরকির ফুলকি থেকে আগুন লাগে গোটা বাড়িতে। বাড়িতে দাহ্যবস্তু থাকায় পাশের দোকানেও আগুন ধরে। তার রেশ কাটতে না কাটতেই আবার প্রায় একই রকমের ঘটনা ঘটল উলুবেড়িয়ায়।

  • Link to this news (আনন্দবাজার)