পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৬ বছর। অভিযোগ, মগরা থানা এলাকায় তাঁর বাড়িতে ঢুকে যৌন নির্যাতন করেছেন প্রতিবেশী যুবক। ওই মর্মে মগরা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ওই অভিযোগের প্রেক্ষিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৬৪ (২)(১) ধারা এবং পকসো আইনের ৪ (১) ধারায় মামলা রুজু হয়েছে।
যদিও থানায় অভিযোগ দায়ের হওয়ার খবর পেয়েই পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর শনিবার গভীর রাতে মগরার পরের রেলস্টেশন তালান্ডু থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। রবিবার ধৃতকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে। সেই সঙ্গে নির্যাতিতারও ডাক্তারি পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘‘নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযুক্তের মা-বাবা অবশ্য দাবি করেছেন, তাঁদের ছেলে নির্দোষ। ধৃতের মা বলেন, ‘‘মেয়েটির বাবার সঙ্গে ছেলে মাঝেমধ্যে মদ খেত। ওই কারণে কিছু ঘটনা ঘটানো হয়েছে হয়তো। আর ছেলে খারাপ হয়েছে মা-বাবার জন্য নয়, সমাজের জন্য।’’
অন্য দিকে, ওই ঘটনার প্রেক্ষিতে শোরগোল এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন স্থানীয়েরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। তাদের অভিযোগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে রাজ্যে। অন্য দিকে, ওই ঘটনা নিয়ে খোঁজখবর করতে মগরা থানায় গিয়েছেন বিধায়ক মনোরঞ্জন।