• দুই গোষ্ঠীর বিবাদ! আজিমগঞ্জ স্টেশনের কাছে গভীর রাতে চলল গুলি
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জিয়াগঞ্জ: মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশনের কাছে রাত দুপুরে চলল গুলি। স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বখরা নিয়ে গত কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। সেই বিষয়কে কেন্দ্র করে গতকাল, শনিবার গভীর রাতে এক দুষ্কৃতী ওপর এক দুষ্কৃতী লালু যাদবকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান লালু। জানা গিয়েছে, লালুকে ফোন করে দেখা করতে বলে অপর দুষ্কৃতী। লালু আজিমগঞ্জ স্টেশনের কাছে তৃণমূল পার্টি অফিসের সামনে এলেই তাকে গালিগালাজ শুরু করে ওই দুষ্কৃতী। তারপর লালুকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায় সে। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি চালানোর শব্দ শুনেই স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে চলে আসে। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। স্টেশনের পাশেই অভিযুক্তের বাবার চপের দোকান ছিল। অভিযোগ, সেই দোকানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধভাবে জুয়ার বোর্ড বসে ওই এলাকায়। সেই জুয়ার টাকা নিয়েই গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। এমনটাই দাবি স্থানীয়দের। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন লালু। তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)