• সম্প্রীতির ভাইফোঁটা, পাকিস্তানি এক কিশোরকে ফোঁটা দিল ভারতীয় বোন
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বছর খানেক আগে পরিবারের অনান্যদের সঙ্গে ভারত ছাড়ার চেষ্টা করেছিল বছর বারোর পাকিস্তানি কিশোর। কিন্তু নেপাল সীমান্তে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান তাঁরা। ফলে বাবা ও মায়ের ঠাঁই হয় জেলে। আর আদালতের নির্দেশ মোতাবেক পাকিস্তানি কিশোরটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ির ‘কোরক হোমে’। সঙ্গী ছিল শুধু ভাই। বর্তমানে অবশ্য সে কোচবিহারের ‘শহীদ বন্দনা’ হোমের আবাসিক।

    আজ ভাইফোঁটা। কিন্তু এই ভাইফোঁটা যে কী, সে বিষয়ে কোনও ধারণাই ছিল না কিশোরটির। তবে আজ রবিবার ভাতৃদ্বিতীয়ার সকালে অন্য হোম থেকে ‘কোরক হোমে’ আসা এক ভারতীয় বোনের হাত থেকে ফোঁটা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ল সে। আনন্দে চোখে জলও চলে এল। ভাইফোঁটা দেওয়া অচেনা এই বোনটিকে এক মুহূর্তেই সে আপন করে নিল। ক্ষণিকের জন্য তৈরি হল সম্প্রীতির ভাইফোঁটার এক অনন্য নজির।

    উপহার হিসেবে কিশোরীটি আজ সদ্য পাওয়া বোনের হাতে তুলে দিল মিষ্টি, পেন, খাতা এবং রং পেনসিল। আনন্দঘন এই মুহূর্ত দেখে তখন উপস্থিত সকলেরই চোখ ছল ছল করে উঠেছে। ঠিক এমন সময়েই এগিয়ে এল ‘কোরক হোমে’ বসবাস করা মায়ানমারের অন্য তিন কিশোরও। এদের মধ্যে দু’জন ভাই। তাদের হৃদয়ও ভারাক্রান্ত। অন্যদিকে, বাংলাদেশের কুষ্টিয়ার এক কিশোর তখন তার নিজের বোনকে জড়িয়ে ধরেই অঝোরে কাঁদছে। সব মিলিয়ে আজ এক অনন্য সাধারণ মুহূর্তের সাক্ষী থাকল জলপাইগুড়ির ‘কোরক হোম’।

    ফোঁটা, উপহার বিনিময়ের পর হোমেই চলল খাওয়াদাওয়া। এরপর বোনেদের ফেরার পালা। চোখের জল বাঁধ মানল না অনেকেরই। গাড়ির জানলা দিয়ে হাত নাড়তে নাড়তে নিজেদের হোমের পথ ধরল বোনেরা। ভাইরা থেকে গেল নিজেদের হোমেই। ফের এক বছরের অপেক্ষা!
  • Link to this news (বর্তমান)