জানা গিয়েছে, গতকাল রাত একটা নাগাদ তাঁতিবেড়িয়ার বাসিন্দা শ্যামল মণ্ডলের বাড়ির দোতলায় জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। শ্যামল মণ্ডলের বাড়ির জানালার কাচও ভেঙে যায়। দেওয়ালে ফাটল দেখা যায়। আশেপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিস। পরে জিজ্ঞাসাবাদের জন্য শ্যামল মণ্ডলকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শ্যামলবাবু পেশায় টিভির মেকানিক। কালীপুজোর সময়ে তুবড়ি, রংমশাল সহ বিভিন্ন বাজি বানান। যদিও চলতি বছরে উড়ন তুবড়ি এবং সেল তৈরি করেছিলেন তিনি। সেই বাজির মশলা থেকেই বিস্ফোরণ কিনা তা অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তদন্ত শুরু করেছে পুলিস।