• অনুব্রত ফিরতেই জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে! তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন কঙ্কালীতলায়
    ২৪ ঘন্টা | ০৩ নভেম্বর ২০২৪
  • প্রসেনজিত্ মালাকার: অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই  ফের তৃণমূল কর্মী খুন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে মৃত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম সমীক ধান্দার (৪৬)। বাড়ি কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙা  গ্রামে। ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি।

    গতকাল সমীককে পঞ্চায়েতে মিটিং-এর জন্য ডেকে পাঠানো হয়। এরপরেই রাত্রে বেলায় মিটিং ছেড়ে ফেরার পথে উত্তরনারায়ণপুর এলাকায় দুষ্কৃতীরা তার উপরে হামলা করে মারধর করে। এরপর ঘটনাস্থলে তাকে এলাকার মানুষ পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে খবর।

    উল্লেখ্য , সূত্রের খবর অনুব্রত মণ্ডল অনুগামী স্থানীয় উপ-প্রধান পাশাপাশি অঞ্চল সভাপতি মামুনের লোকজনরা তাকে মারধর করেছে। তাতেই তার মৃত্যু হয়েছে বলে একাংশ দাবি। তবে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল ফিরে রাজনীতিতে আবারো সক্রিয় হতেই এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে।

    ইতিমধ্যেই বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের বিবাদ সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই তৃণমূল কর্মী খুনের ঘটনায় কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টাও নজর রয়েছে সকলের।

  • Link to this news (২৪ ঘন্টা)