আজ, ভাইফোঁটার দিন পুরুলিয়ার বাজারে যথারীতি ক্রেতাদের ভিড়। সবজির দাম সেখানে আকাশছোঁয়া থাকলেও চাহিদা রয়েছে প্রচুর। সকাল থেকেই মাছের বাজার থেকে শুরু করে সবজির বাজার, ফলের বাজারেও রয়েছে ক্রেতাদের ভিড়।
এখন পুরুলিয়ার বাজারে সবজির থেকে শুরু করে ফলের দাম বেশ চড়া। বেগুন ৬০ টাকা প্রতি কেজি, বাঁধাকপি ৬০ টাকা, পিঁয়াজ ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা প্রতি কেজি, টমেটো ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা কেজি, পুদিনা ২০০ টাকা কেজি, আলু ৩০ টাকা কেজি, আদা ৮০ টাকা কেজি, রসুন ৩২০ টাকা কেজি।
চড়া মাছের বাজারও। রুই মাছ ২০০ টাকা কেজি, ইলিশ মাছ ২০০০ টাকা কেজিতে পৌঁছেছে! মুরগি ও খাসির মাংসের দাম তথৈবচ।
ভাইফোঁটার বাজার আগুন হুগলিতেও। সেখানে ক্রেতার হাতে ছ্যাঁকা যেন একটু বেশিই। হুগলির বাজারগুলিতে পটল ৮০ টাকা প্রতি কেজি, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ৭০ টাকা, করোলা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা, ফুলকপি ১ পিস ৫০ টাকা, ক্যাপসিকাম ২৫০ টাকা, বিনস ২০০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা। হুগলিতে খাসির মাংস ৭৮০ টাকা প্রতি কেজি, মুরগি ২৫০ টাকা,ইলিশ ১৫০০ টাকা প্রতি কেজি, ভেটকি ৬০০ টাকা, গলদা ৬০০-৮০০ টাকা, কাতলা ২৫০-৩০০ টাকা।
এসবের উপরে রয়েছে মিষ্টির দাম। রয়েছে রান্নার অন্যান্য জিনিসপত্রের দামও। সব মিলিয়ে উৎসবরের সিজনে বাজার করতে গিয়ে বাংলা জুড়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। কবে একটু দাম কমবে? সকলেই সেই দিনটির দিকে তাকিয়ে বসে।