ঘটনায় মগরা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত সুরজিৎ রুই দাসকে গ্রেফতার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে ৬৪(২)(১) ধারা ও পকসো আইনের ৪(১) ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। পরে গভীর রাতে তালান্ডু স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিস।
হুগলি গ্রামীণ পুলিসের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, নাবালিকার পরিবারের তরফে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের মা বাবার দাবি, তাঁদের ছেলে দোষী নয়। নির্যাতিতার বাবার সঙ্গে মাঝে মধ্যে মদ খায় সে। সেই কারণে এই ঘটনা হতে পারে। ছেলে খারাপ হয়েছে মা বাবার জন্য নয়, সমাজের জন্য।
বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন,অভিযুক্তের কঠিন শাস্তি প্রয়োজন। আমি ঘটনাস্থলে থাকলে অভিযুক্তের হাত পা ভেঙে তারপর পুলিসে দিতাম, তাতে আমার যা হয় হত।