• আগামী কয়েকদিনে নামবে তাপমাত্রার পারদ! নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৪
  • নিরুফা খাতুন: হেমন্তেও গরমের অনুভূতি! এসেও আসছে না শীত। এমন পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে নিম্নমুখী হবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

    মঙ্গলবার ও বুধবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়তে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণের জেলাগুলিতে এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কোথাও কোথাও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি। তবে আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

    নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদল হবে কলকাতারও। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

    সপ্তাহের মাঝে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৭ নভেম্বর, শুক্রবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে শুষ্ক আবহাওয়া। আগামী চারদিনে অন্তত দুই-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।
  • Link to this news (প্রতিদিন)