• ‘আগলে রাখতে পারিনি’, ‘অভয়া’র বিচার চেয়ে ভাইফোঁটায় বড় সিদ্ধান্ত কিঞ্জলের
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের কপাল দিলাম ফোঁটা… বছরের এই দিনটায় যেমন ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন দিদি-বোনেরা। তেমনই দিদি-বোনেদের রক্ষা করার অঙ্গীকার করেন দাদা-ভাইয়েরা। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করে ভাইফোঁটাই নিচ্ছেন না আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন খোদ কিঞ্জলই। জানিয়েছেন, ‘অভয়া’ সুবিচার না পাওয়া পর্যন্ত ভাইফোঁটা নেবেন না।

    রবিবার ফেসবুক কিঞ্জল লেখেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’ স্বাভাবিকভাবেই তাঁর এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা কেউ লিখেছেন, ‘ভেবেছিলাম গণকনভেনশনের মতো আজ একটা গণভাইফোঁটা অনুষ্ঠান হবে। যাইহোক সাবধানে থাকিস তোরা ভাই।’ কেউ লিখেছেন, ‘আমি বলবো,আরো রাখী পড়,আরো ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই ত যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই ত আল্টিমেট শক্তি।’
  • Link to this news (প্রতিদিন)