শনিবার রাতে কান্দি থানার অন্তর্গত মাদারহাটি এলাকায় আলিমুল শেখের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আলিমুল কান্দির কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। এখনও এলাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তাঁর বাড়িতে যখন পুলিশ হানা দেয়, তখন আলিমুল বাড়িতে ছিলেন না। ওই অভিযানে নেতার বাড়ি থেকে ইলু আহমেদ, নাজমুল হক ও তাজমুল শেখকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং চারটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বাড়ি কান্দি থানার অন্তর্গত বিজয়নগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এঁরা প্রত্যেকেই আলিমুলের ‘ঘনিষ্ঠ’। কী কারণে আগ্নেয়াস্ত্র ও বোমাগুলি মজুত করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কান্দি থানার পুলিশের ওই অভিযানের বিষয়ে সরকারি আইনজীবী রাজেশ মণ্ডল জানান, একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায়। ওই অভিযোগের প্রেক্ষিতেই নির্দিষ্ট ওই বাড়িতে তল্লাশি শুরু করেছিল পুলিশ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা থেকে দূরত্ব তৈরি করেছে শাসকদলও। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, “কোথায় কী উদ্ধার হল বা না হল, তা প্রশাসন দেখবে। আমরা শান্তির জন্য লড়াই করি। শান্তির জায়গায় যদি বাধা সৃষ্টি হয়, তবে পুলিশ রাজনৈতিক রঙ না দেখে আইনানুগ ব্যবস্থা নিক।”