‘সারাবছর এই দিনের অপেক্ষা করি’, ভাইফোঁটায় ‘দিদি’ মমতার বাড়িতে শোভন-বৈশাখী
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলত্যাগ করায় দূরত্ব বেড়েছিল। তবে তা বেশিদিনের জন্য নয়। অভিমানের পালা ঘুঁচতেই প্রিয় ভাই কাননকে কাছে ডেকে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকবছরে ডাক পেয়েছেন ভাইফোঁটাতেও। এবারও তাঁর অন্যথা হল না। বন্ধু বৈশাখীকে সঙ্গে নিয়ে এবারও দিদি মমতার বাড়িতে হাজির হলেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। প্রতিবারের মতো এবার ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা। ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
প্রতিবারের মতোই এবছরও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের নেতা সেখানে উপস্থিত ছিলেন। সেই ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ম্যাচিং পোশাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকে বেরিয়ে শোভনবাবু বললেন, “দিদির আশীর্বাদটাই আমার কাছে বড় কথা। সারাবছর এই দিনটার জন্য অপেক্ষা করি।” বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও খাতায় কলমে কোনও দলে যোগ দেননি শোভন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কই বারবার বুঝিয়ে দিয়েছে, তিনি তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। এদিন খাতায় কলমে দলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে শোভন জানান, সক্রিয় হলে নিজেই জানাবেন।
এদিনের ভাইফোঁটায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এক সময়ে বিজেপিতে গিয়েও ফের ঘর ওয়াপসি হয়েছে তাঁর। তৃণমূল ত্যাগ ভুল ছিল বলেই এদিন মন্তব্য করলেন তিনি। বললেন, “দিদির কাছে ফোঁটা নেওয়ার জন্য সারাবছর অপেক্ষা করি।” তিনি আরও বলেন, “মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার জীবনেও দুর্ঘটনা ঘটেছে। আমি অনুতপ্ত। আমি ক্ষমা চেয়েছি। বারবার বলেছি, সেটা আমার ভুল ছিল।”