• ‘‌রাস্তার পাশে মদ্যপান করলে ৫০০১ টাকা জরিমানা’‌, পাঁশকুড়ার রাস্তায় পড়ল পোস্টার
    হিন্দুস্তান টাইমস | ০৪ নভেম্বর ২০২৪
  • মাওবাদী পোস্টার বা রাজনৈতিক দলের অন্দরে গোষ্ঠীকোন্দলের জেরে পোস্টার মানুষ দেখেছেন। কিন্তু গ্রামের পাশে নানা জায়গায় মদ্যপান করলে জরিমানা করার পোস্টার একেবারে নতুনত্ব। আর সেটাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে। পাঁশকুড়া মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের রাজশহর গ্রামের রাস্তার ধারে দেওয়া হয়েছে একাধিক পোস্টার। সেখানে পরিষ্কার বাংলায় লেখা আছে, রাস্তার ধারে মদ্যপান করা যাবে না। ধরা পড়লে ৫০০১ টাকা জরিমানা দিতে হবে। গ্রামবাসীদের এই পোস্টারে মদ্যপরা যথেষ্ট চাপে পড়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে, এই জরিমানার টাকা কে বা কারা নিতে আসে এবং কারা ধরা পড়ে।

    আসলে মদ্যপান করার বিষয়টি নিয়ে গ্রামবাসীরা তিতিবিরক্ত। অনেককে রাস্তার ধারে তা করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি বলেই অভিযোগ। তাই ওই পোস্টারে স্পষ্ট লেখা রয়েছে, ‘‌কোনও ব্যক্তি যদি রাস্তার ধারে দাঁড়িয়ে মদ্যপান করেন তাহলে তাঁকে ৫ হাজার ১ টাকা জরিমানা করা হবে। এমনকী কেউ যদি মদ্যপ ব্যক্তিকে ধরিয়ে দেন তাহলে তাঁকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’‌ এই পোস্টার পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই পোস্টার দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের এই ফতোয়া ঘিরে পাঁশকুড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

    এই কথা লেখা একাধিক পোস্টার দেখা যাচ্ছে পাঁশকুড়া মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের রাজশহর গ্রামে। গ্রামবাসীদের বক্তব্য, রাস্তার ধারেই রয়েছে তাঁদের চাষের জমি। সেই জমিতে বসেই দিনের পর দিন ধরে মদ্যপান করে যাচ্ছে এলাকার কিছু মদ্যপ যুবক। নিষেধ করলে কথাও শোনে না। বরং দিনেকালে ভিড় দেখা যাচ্ছে মদ্যপদের। তাতেই অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। আর এটা ঠেকাতেই পোস্টারে লেখা হয়েছে, ‘‌যদি কোনও ব্যক্তি রাস্তার ধারে মদ্যপান করেন তাহলে তাঁকে ৫০০১ টাকা জরিমানা দিতে হবে। আর যদি কোনও ব্যক্তি এটা ধরিয়ে দিতে পারেন তাহলে তাঁকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে।’‌

    মদ্যপান করে চাষের জমির উপর প্রস্রাব করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মদ্যপান করে জমির ফসলের উপর অত্যাচার করা হচ্ছে। মদ্যপান করার পর জমিতে পড়ে থাকছে খালি মদের বোতল। চাষ করতে গিয়ে ভাঙা বোতলে কেটে যাচ্ছে পা বলে অভিযোগ কৃ্যকদের। তাঁদের দাবি, বারবার এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও কাজের কাজ হয়নি। তাই অবশেষে এই পোস্টার দিতে বাধ্য হয়েছেন তাঁরা। কারণ গ্ৰামের রাস্তার পাশে রয়েছে চাষযোগ্য জমি। চাষযোগ্য জমির পাশেই মদ্যপরা বসে মদ্যপান করে বোতলগুলিকে ভেঙে ফেলে দেয় সেখানে। এই কারণে তাঁরা এমন পোস্টার দিতে বাধ্য হয়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)