সংবাদদাতা, বহরমপুর: সিজার করার পর মৃত্যু হল এক প্রসূতির। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। দোষ ঢাকতে মৃত প্রসূতিতে লালবাগ মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল বলে, অভিযোগ। অবশ্য লালবাগ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনও অভিযোগ আমাদের জানা নেই। প্রসূতির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয়েছিল। তাঁর সদ্যোজাত শিশুটি সুস্থ রয়েছে। মৃতের নাম রেখা বিবি(১৯)। বাড়ি ভগবানগোলা থানার বেলিয়া শ্যামপুরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে রেখা বিবিকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় সিজার করা হলে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপরেই রেখা বিবির অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার সকাল ৮টা নাগাদ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় ইসমাইল শেখ বলেন, লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে মৃত অবস্থাতেই তাঁকে রেফার করা হয়েছিল।