সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকের খাদিভবনে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে সম্প্রীতির ভাইফোঁটায় মাতলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভাইবোনেরা। সবিতা মজুমদার, রিনা অধিকারী, সুতপা দেবনাথরা ফোঁটা দিলেন মুসলিম ভাই মহিবুল্লা শেখ, কচি শেখ, আয়ুব মল্লিকদের। এদিন শতাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ হাজির ছিলেন। ফোঁটার শেষে মুসলিম ভাইদের হাতে তুলে দেওয়া হয় নাড়ু, মোয়া রকমারি মিষ্টি ও বিরিয়ানির প্যাকেট। উপহার হিসেবে দেওয়া হয় জামা ও প্যান্টের পিস। পরিবেশ রক্ষায় বার্তা দিতে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে মেহগনি গাছের চারা। মন্ত্রী স্বপন দেবনাথকে ফোঁটা দেন শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান রীতা দেবনাথ। হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক।
পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগর এলাকার ভূমিপুত্র মন্ত্রী স্বপন দেবনাথ দেড় দশক আগে ভাইফোঁটা উপলক্ষ্যে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধনে সম্প্রীতির ভাইফোঁটা শুরু করেন। হিন্দু বোনেরা মুসলিম ভাইদের সম্প্রীতির বন্ধনে ফোঁটা দিতে হাজির হন। প্রথম দিকে সংখ্যাটা কম হলেও বর্তমানে মুসলিম ভাইদের ফোঁটায় অংশগ্রহণ শতাধিক। এবারও ভাইফোঁটা উপলক্ষ্যে খাদিভবনে আয়োজন হয় সম্প্রীতির ভাইফোঁটা। সকাল ১০টা থেকে খাদিভবনে চত্বরে হিন্দু বোনেরা ধান-দুর্বা, কাজল, চন্দন, প্রদীপ জ্বেলে প্রস্তুতি সারেন। হাজির ছিলেন জেলা পরিষদের সদস্য বাপন শেখ, আলিম মল্লিকরাও। নসরৎপুরের উপপ্রধান মোবিন হোসেন মণ্ডল সহ সাদেক শেখ, কচি শেখ, মহম্মদ আলি মণ্ডলরা। ফোঁটার শেষে মুসলিম ভাইরাও সাধ্যমতো বোনেদের হাতে তুলে দেন শাড়ি সহ নানা উপহার।
হিন্দু বোন সবিতা মজুমদারের হাতে ফোঁটা নিয়ে রেজাউল ইসলাম মোল্লা বলেন, ছোট থেকে হিন্দু ভাইবোনদের সঙ্গে পড়াশোনা খেলাধুলো করে বড় হয়েছি। হিন্দু বন্ধুদের ঘরে ভাইফোঁটা হলে আমরা যেতাম। কিন্তু অংশ গ্রহণ করতে পারতাম না। স্বপনবাবুর উদ্যোগে ছোটবেলার ইচ্ছেপূরণ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্য অটুট থাকুক এটাই চাই।
স্বপনবাবু বলেন, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। একশ্রেণির মানুষ বাংলায় বিভেদের বিষ ছড়াচ্ছে। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যাঁর যাঁর উৎসব সবার। দেড় দশক আগে ভাইফোঁটাকে কেন্দ্র করে সম্প্রীতির ফোঁটা শুরু করি। ভালো সারা পাই। এবারও হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দিয়ে ঐক্যের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলেন।-নিজস্ব চিত্র