কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার, ধৃত তিন
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কান্দি: কান্দি থানার কুমারসন্দ পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা আলিমুল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র সহ চারটি তাজা বোমা। এই ঘটনায় পুলিস তৃণমূল নেতার দুই ছেলে ও ভাইকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত আলিমুল শেখ পলাতক। রবিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনজনকেই চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি কুমারসন্দ পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের মাঝপাড়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিমূল শেখ কুমারসন্দ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। এছাড়াও তিনি তৃণমূলের প্রাক্তন কুমারসন্দ অঞ্চল সভাপতি। গত পঞ্চায়েত ভোটে তিনি হেরে যান। যদিও তিনি এখনও তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। প্রতিবেশীরা জানান, ওই নেতা জমি কেনাবেচার ব্যবসাও করেন।
এদিন রাত পৌনে দুটো নাগাদ কান্দি থানার পুলিস ওই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়। পুলিস দোতলা বাড়িটি ঘিরে ফেলে। দরজা খুলতেই পুলিস বাড়িতে তল্লাশি শুরু করে। একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রথমে চারটি সুতলি বাঁধা বোমা উদ্ধার করা হয়। পরে একটি দেশি পাইপগান সহ চার রাউন্ড গুলি পাওয়া যায়।
পুলিসি তল্লাশির সময় বাড়ির নিচুতলায় ওই নেতার দুই ছেলে ছিল। পুলিস তাদের গ্রেপ্তার করে। এরপর সেখানে আলিমুলের ভাই ইলু শেখ হাজির হলে পুলিস তাঁকেও গ্রেপ্তার করে। যদিও আলিমুল শেখ পলাতক। কান্দি থানার পুলিস জানিয়েছে, এদিন রাতে পুলিস তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়। পুলিসের কাছে তথ্য ছিল ওই বাড়িতে বোমা মজুত করে কোনও ঝামেলার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা হচ্ছে। যদিও ওই নেতার বাড়ির এক মহিলা জানান, কীভাবে বোমা আগ্নেয়াস্ত্র এল তারা বুঝতে পারছেন না। তিনি বলেন, এলাকায় তৃণমূলের দু’টি গোষ্ঠী রয়েছে। তাই অপর গোষ্ঠীর লোকজন ষড়যন্ত্র করে এইসব বাড়িতে রেখে দিয়ে যেতে পারে।
তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, কোথায় কী উদ্ধার হল এটা দেখা প্রশাসনের কাজ। আমাদের দল শান্তির বাহক। যদি কোথাও বাধাবিঘ্ন তৈরি হয়, পুলিস ব্যবস্থা নেবে। দলের কেউ জড়িত থাকলেও রেহাই পাবে না।-নিজস্ব চিত্র