• মহিষঘাটাতে পলাশপাই খালের উপর নতুন কংক্রিট ব্রিজের অনুমোদন
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: দাসপুর-২ ব্লকের বাসিন্দাদের কাছে সুখবর। চলতি সপ্তাহ থেকেই মহিষঘাটাতে নতুন ব্রিজের কাজ শুরু হচ্ছে। প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে মহিষঘাটাতে কংক্রিটের ব্রিজ তৈরির অনুমোদন মিলেছে। এর ফলে খুশি ওই ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তথা দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা ২৩ ফেব্রুয়ারি ওই ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে। কিন্তু লোকসভা নির্বাচন, বন্যা পরিস্থিতির জন্য ব্রিজ তৈরির কাজ শুরু করা যায়নি। চলতি সপ্তাহ থেকেই ব্রিজ তৈরির কাজ শুরু হবে। ব্রিজটির জন্য খরচ ধরা হয়েছে ১৪ কোটি ৫১ লক্ষ ৯৮ হাজার টাকা।’

    দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জ থেকে একটি রাস্তা পূর্ব মেদিনীপুরের সীমানা শ্রীবরা পর্যন্ত গিয়েছে। ওই রাস্তার উপর মহিষঘাটাতে পলাশপাই খালের উপর একটি ব্রিজ ছিল। ব্রিজটি দিয়ে দাসপুর-২ ব্লকের বেনাই, দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যেমন সহজে কোলাঘাটের উপর দিয়ে কলকাতা বা অন্যত্র যাতায়াত করতে পারতেন, অন্য দিকে ওই ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ব্লক অফিস বা মহকুমা অফিসে আসতে গেলে ওই ব্রিজটিই ব্যবহার করেতেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট  ব্রিজটির একাংশ বসে যায়। সাময়িক ভাবে ভাঙা অংশটির উপর বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী রাস্তা করা হয়। কিন্তু তাতে শুধুমাত্র বাইক, সাইকেল যেতে পারত। কোনও ভারি গাড়ি যাতায়াত করতে পারত না। প্রায় দেড় বছর পরে  ৩৫ লক্ষ টাকা দিয়ে ব্রিজের সমান্তরাল কাঠের একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি নির্মাণ হওয়ার কিছু দিন পরেই একই ইট বোঝাই গাড়ি পারাপার হওয়ার সময় কাঠের ব্রিজটি ভেঙে যায়। জোৎঘনশ্যামের বাসিন্দা নিশীথ পোড়ে জানান, তারপর থেকে আবারও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। স্থানীয়রা  সাড়ে তিন বছর আগে থেকে পুরনো ব্রিজের পাশে নতুন একটি কংক্রিটের ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি শুনলাম সেই দাবিই পূরণ হতে চলেছে। দাসপুর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ পোড়ে বলেন, ‘আমরা সাড়ে তিন বছর আগে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই প্রশাসনিক এবং দলীয় ভাবে ওখানে একটি কংক্রিটের ব্রিজ তৈরির জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে লেগেছিলাম। সেটারই সুফল মিলল। এর ফলে আমাদের ব্লকের চার-পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের খুবই সুবিধে হবে।’ ব্রিজটি তৈরি করতে ১৮ মাস সময় লাগবে। প্রদীপবাবু জানান, নতুন ব্রিজ তৈরির আগে যাতায়াতের জন্য পুরানো ব্রিজের পাশে একটি কাঠের ব্রিজ তৈরি হবে। সেটা তৈরির কাজ শেষ হলে পুরনো ব্রিজটি ভেঙে দিয়ে নতুন করে ব্রিজ তৈরির কাজ শুরু করা হবে।
  • Link to this news (বর্তমান)