দাঁতনে পুলিসকে ভাইফোঁটা বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েদের
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, বেলদা, ঘাটাল ও কাঁথি: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘরের গণ্ডি ছাড়িয়ে গণ উৎসবের চেহারা নিল ভাইফোঁটা। দাঁতনে একটি হোমে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন বোনেরা এবার পুলিসকর্মীদের ভাইফোঁটা দিলেন। ঘাটালে যৌনকর্মীদের থেকে ভাইফোঁটা নেন মহকুমা শাসক সহ অন্যরা। কাঁথির বিভিন্ন হোম সহ নানা এলাকায় গণ ভাইফোঁটা হয়েছে।
দাঁতনের একটি হোমের ২৬জন বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে রবিবার সকাল থেকেই সেজেগুজে থানা চত্বরে উপস্থিত হন। সেখানে এক আবেগঘন পরিবেশে তাদের থেকে ফোঁটা নিলেন বেলদার এসডিপিও রিপন বল, দাঁতন থানার আইসি তীর্থসারথী হালদার সহ অন্য পুলিসকর্মীরা। সুমিত্রা, পাপিয়ারা প্রদীপ জ্বেলে, ফুল-চন্দন নিয়ে, শাঁখ বাজিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান সম্পন্ন করে।রিপনবাবু বলেন, ছুটি না পাওয়ায় পুলিসকর্মীরা পরিবারের সঙ্গে ভাইফোঁটার উৎসবে অংশ নিতে পারেন না। অনেকে কর্মসূত্রে পরিবার থেকে দূরেও থাকেন। তাঁরাও এদিন এই বোনেদের থেকে ফোঁটা নিয়েছেন। বোনেদের হাতে চকোলেট, কলম, বই-খাতা সহ নানা উপহার তুলে দেন পুলিস দাদারা।
ওই হোমের কর্মকর্তা শুভাশিস মেইকাপ বলেন, পুলিসকর্মী ও পরিবারহীন এই সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েদের ভাইফোঁটার আনন্দ দিতে পেরে আমরা খুশি।
এদিন বেলদায় নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টর উদ্যোগে কালীপুজোর মঞ্চে স্থানীয়দের নিয়ে গণ-ভাইফোঁটা হয়। কেশিয়াড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ও দুঃস্থ প্রায় ৩০জনকে গণ ভাইফোঁটা দেওয়া হয়।
রবিবার ঘাটালের যৌনকর্মীদের পল্লিতে গিয়ে তাঁদের হাত থেকে ভাইফোঁটা নিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। ঘাটালের ময়রাপুকুরে যৌনকর্মীদের পল্লিতে ভাইফোঁটার আয়োজন করেছিল রেডক্রস সোসাইটি। সংগঠনের ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই বলেন, সমাজের দৃষ্টিতে বিচ্ছিন্ন এই নারীদের সম্মান জানাতে আমরা প্রতি বছর ভাইফোঁটা আয়োজন করি।
এদিন সেখানে মহকুমা শাসকের পাশাপাশি নারায়ণবাবু, রেডক্রস সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় সহ আরও কয়েকজন ভাইফোঁটা নেন। রেডক্রস সোসাইটির তরফে প্রত্যেক মহিলাকে একটি করে শাড়ি, বেডশিট, মিষ্টির প্যাকেট ও নগদ টাকা দেওয়া হয়। মহকুমা শাসক বলেন, এদিন ওঁদের কাছ থেকে ফোঁটা নিতে পেরে আমার ভালো লেগেছে।
রবিবার ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে গণভাইফোঁটা উৎসব হয়েছে। মিষ্টিমুখের পাশাপাশি ভাইফোঁটা উপলক্ষ্যে পাত পেড়ে খাওয়ার আয়োজন ছিল। অন্ত্যোদয় অনাথ আশ্রম ও আশ্রম পরিচালিত স্নেহচ্ছায়া হোমের আবাসিকরা মিলিয়ে প্রায় ৩০০জন উৎসবে শামিল হন।
আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন, আশ্রমে প্রতি বছর খুব বড় করে গণভাইফোঁটা হয়। আশ্রমের যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, তাঁরাও ভাইফোঁটা উৎসবে শামিল হয়।
এদিন কাঁথির দেশপ্রাণ ব্লকের ফরিদপুরে ‘বোধোদয়’ শিশু হোম সহ অন্য নানা হোমে গণভাইফোঁটা হয়েছে। কাঁথি শহরে ‘জেনিথ’ ক্লাব গণভাইফোঁটা আয়োজন করে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র