সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমানে পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। খণ্ডঘোষ থানার বাদুলিয়ায় ফুটবল খেলা দেখতে এসে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রোহিত বাগদি(৩২)। বাঁকুড়ার পাত্রসায়র থানার শালখাড়া গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাইকে চেপে বাদুলিয়ায় ফুটবল খেলা দেখতে আসছিলেন রোহিত। খণ্ডঘোষ থানার শশঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে নয়ানজুলিতে তিনি পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিসকে খবর দেন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে খণ্ডঘোষ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মেমারি থানার কাতালপুরে পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জখম হয়েছে তার সঙ্গী। তাকে মেমারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতের নাম আজিবুল শেখ(১৭)। মেমারি থানার সুলতানপুরে তার বাড়ি। সে বর্ধমান শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আজিবুল ও তার বন্ধু বাইক নিয়ে বেড়াতে বের হয়। তাতারপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা একটি সিমেন্টের খুঁটিতে ধাক্কা মারে। তাতে তারা দু’জনেই জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আজিবুলকে মৃত ঘোষণ করেন।
অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা জখম ট্রেলার চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সরফ রাজ(৩২)। হুগলি জেলার শ্রীরামপুরে তাঁর বাড়ি। শনিবার বিকেলে ট্রেলার নিয়ে জাতীয় সড়ক ধরে রানিগঞ্জ যাচ্ছিলেন। শক্তিগড় ফ্লাইওভারের কাছে গার্ডওয়ালে ধাক্কা মেরে ট্রেলারটি উল্টে যায়। ফ্লাইওভারের ফাঁকা অংশে ট্রেলারের কেবিনটি ঝুলে পড়ে। সেখান থেকেই চালক সরফ নীচে পড়ে যান। তাতে তিনি গুরুতর জখম হন। পুলিস তাঁকে উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। রাতেই তিনি মারা যান।