চা বাগানের ভোট ধরে রাখতে মন্ত্রী বুলুচিকই ভরসা জোড়াফুলের
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, ধূপগুড়ি: মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে চা বাগানের আদিবাসী ভোট ধরে রাখতে রাজ্যের মন্ত্রীর উপরই ভরসা রাখছে তৃণমূল। আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইকের ম্যাজিকই চা শ্রমিকমহল্লায় সাড়া ফেলবে বলে আশাবাদী তৃণমূল রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই মন্ত্রী স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং প্রার্থীদের নিয়ে বিভিন্ন চা বাগানে প্রতিনিয়ত প্রচার চালাচ্ছেন। তাতে যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে দাবি।
মাদারিহাট বিধানসভায় ২৪টি চা বাগান রয়েছে। এর মধ্যে পাঁচটি চা বাগান জলপাইগুড়ি জেলায় অন্তর্গত। আলিপুরদুয়ার জেলায় রয়েছে ১৯টি চা বাগান। এই সমস্ত চা বাগানে একসময়ে মনোজ টিগ্গা এবং জন বার্লার যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু মনোজ ও জন বার্লার লড়াইয়ে ক্রমশ শক্তি হারায় গেরুয়া শিবির। আর বুলুচিক বড়াইক মন্ত্রী হওয়ার সুবাদে চা বলয়ে প্রভাব কাজে লাগাইতে চাইছে তৃণমূল।
বুলুর নেতৃত্বেই গত লোকসভা নির্বাচনে মাল বাজারে ভালো ফল করেছে তৃণমূল। গত বিধানসভায় পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচনে প্রায় বারো হাজার ভোটে লিড দেয় তৃণমূল। এমনকি নাগরাকাটা বিধানসভায় তৃণমূলে লিড রয়েছে। চা বাগানে প্রচার সারার পর জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী মন্ত্রীও। তাঁর দাবি, বাগান এলাকায় চা সুন্দরী প্রকল্প এবং আদিবাসীদের পাট্টা দেওয়ায় রাজ্য সরকারের প্রতি তাঁরা খুশি। মন্ত্রী বলেন, আমরা যথেষ্ট আশাবাদী এবার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ী হবই। রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্পে খুশি আদিবাসী সমাজ। মন্ত্রীর বুলুর প্রচারই কাজে দেবে বলে জানিয়েছেন ফালাকাটা ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি কল্লোল দেব। তিনি বলেন, চা শ্রমিক মহল্লায় মন্ত্রীর যথেষ্ট প্রভাব রয়েছে। মন্ত্রী যে চা বাগানেই প্রচারে যাচ্ছেন সেদিকেই ব্যাপক সাড়া ফেলছেন। - নিজস্ব চিত্র।