মাদকের বিরুদ্ধে নাটক মঞ্চস্থ করলেন পুলিস ও সিভিকরা
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, চাঁচল: ড্রাগের নেশা সর্বনাশা। মানুষকে সচেতন করতে কালীপুজো উপলক্ষ্যে এনিয়ে নাটক প্রদর্শিত হল মালদহের চাঁচল থানা প্রাঙ্গনে। চাঁচল থানা মহিলা আবাসন পুজো কমিটির উদ্যোগে ওই নাটকে শিল্পী হিসেবে অভিনয় করেন থানার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিস কর্মীরা। নাটক দেখতে ভিড় জমান স্থানীয়রা। পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত হোমগার্ড আনন্দগোপাল দত্ত। সেখানে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলাপরিষদ সদস্যা রেহেনা পারভিন, শিউল খাতুন, সায়রা বানু ও চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্না বর্মন। ছিলেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু। নেশা একটি সুখী পরিবারকে ধ্বংস করে দেয়। এমনকী তা স্বাস্থের পক্ষেও ক্ষতিকর। এই নেশায় বুঁদ হয়ে যুবকরা সম্পতিও নষ্ট করে। চুরি ও অন্যান্য অপরাধমূলক কাজ করতেও ভয় পায় না তারা। ড্রাগের নেশায় আসক্ত হয়ে অনেকের প্রাণও চলে যায়। একটি সুখের সংসার ছারখার হয়ে যায়। বধূ নির্যাতনের মতো ঘটনাও ঘটে।
যুব সমাজ যাতে ‘মরণফাঁদ’ এই নেশার দিকে পা না বাড়ায়, নাটকের মধ্য দিয়ে সেই সচেতনতার বার্তা দিতেই পুলিস ও সিভিকদের এই উদ্যোগ।
নেশাগ্রস্তকে নেশা মুক্তি কেন্দ্রে কীভাবে পাঠানো হয় তাও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। পুলিসেরও বার্তা, যত তাড়াতাড়ি নেশা মুক্তি কেন্দ্রে পাঠানো সম্ভব ঠিক ততটাই মঙ্গল। মালতীপুরের বিধায়ক নাটক দেখে বলেন, এটি নাটক হলে বাস্তবে সমাজে ঘটছে। সবসময় সন্তানদের নজরে রাখা উচিত অভিভাবকদের। চাঁচল থানার আইসি পুর্ণেন্দু বলেন, ড্রাগসের নেশা রুখতে নিয়মিত অভিযান চলে। মাস দুয়েক আগে মতিহারপুর অঞ্চল থেকে দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিসের তরফে এনিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকাতেও সচেতন করা হয়।