• গাড়ি আটকে ২০ হাজার টাকা ছিনতাই, চালককে মারধরের অভিযোগ
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: জুলুমবাজি করে টাকা আদায়ের চেষ্টা। টাকা দিতে অস্বীকার করায় পণ্যবাহী গাড়ির চালক সহ সহকর্মীকে মারধর করে কুড়ি হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ময়নাগুড়িতে। প্রাণরক্ষায় সেখা‌নেই গাড়ি ছেড়ে ছুট আক্রান্তরা। সারারাত দুষ্কৃতীদের ভয়ে লুকিয়ে রাত কাটে দু’জনের। ঘটনাটি ময়নাগুড়ির সাপটিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার। রবিবার আক্রান্ত দুই যুবক ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

    জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান গাড়ি নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা চন্দন রায় এবং তাঁর সহকর্মী ময়নাগুড়ির সাপটিবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় মুরগির খামারের খাবার দিতে আসছিল। চন্দন সেই গাড়ির চালক। অভিযোগ, তাঁরা সাপটিবাড়ি এলাকায় পৌঁছলে রাস্তার ধারে থাকা বেশ কয়েকজন যুবক গাড়ি থামায়। অভিযুক্তরা চন্দন ও তার সহকর্মীর কাছে বিপুল টাকা দাবি করে। চন্দনরা টাকা দিতে অস্বীকার করে। আর তাতেই বাঁধে বাকবিতন্ডা। অভিযোগ, সেই সময় কোনওমতে গাড়ি নিয়ে পালিয়ে আসে দুজন। কিন্তু অভিযুক্তরা একটি চারচাকা গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। কিছুটা দূরে এসে সেই চারচাকা গাড়িটি পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়ে। অভিযুক্তরা গাড়ি চালকের সহকর্মীর কাছ থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই করে। এরপর তাদের মারধর করা হয়। প্রাণ ভয়ে গাড়ি রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেন চন্দন ও তাঁর সহকর্মী। সারারাত ওই এলাকায় লুকিয়ে থাকে তাঁরা। যইে বাড়িতে মুরগির খাবার দেওয়ার কথা, ভোরে সেই বাড়িতে এসে তাঁরা উপস্থিত হয়। চন্দন বলেন, অভিযুক্তদের মধ্যে একজনকে চেনা গিয়েছে। আমাদের গাড়িতে থাকা ফার্মের মুরগির খাবার তছনছ করা হয়েছে। পুলিস জানিয়েছে, সকালে গাড়িটি উদ্ধার হয়েছে। শুরু হয়েছে সমগ্র ঘটনার তদন্ত। - নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)