• ছটপুজোর আগে বাজারে রেকর্ড দামে বিক্রি আনারস, খুশি চোপড়ার চাষিরা 
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: ছটপুজোয় আনারসের দাম ভালো পাওয়ায় খুশি চোপড়ার চাষিরা। এখানকার আনারস পাড়ি দিচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী,  গোরক্ষপুর, বিহারের ছাপড়া সহ দেশের বিভিন্ন রাজ্যে। চোপড়া ব্লকে অর্থকরী ফসল হিসেবে চায়ের পরেই আনারসের চাষ। বিধাননগর লাগোয়া চোপড়ার বহু এলাকায় অনেক কৃষক এখন আনারস চাষ করেন। চাষিরা বলছেন, ছটপুজোর আগে প্রতিবছর আনারসের ভালো দাম পাওয়া যায়। এবারও আনারসের দাম রয়েছে ৪০-৪২ টাকা। এবার ভরা মরশুমে ৩০-৩২ টাকা পর্যন্ত কেজি দরে আনারস বিক্রি করেছেন চাষিরা। এ মুহূর্তে বাজারে আশানুরূপ দাম পেয়ে খুশি আনারস চাষিরা। 

    চোপড়ার বিভিন্ন এলাকা থেকে ট্রাকে ট্রাকে ভিনরাজ্যে আনারস পাঠানো হচ্ছে। চোপড়া ব্লকে সবথেকে বেশি আনারস চাষ হয় মাঝিয়ালি, হাপতিয়াগছ, চোপড়া ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কালাগছ ও ভৈষপিটা এলাকা থেকে এমনিতে সারাবছর ট্রাকে ট্রাকে ভিনরাজ্যে আনারস পাঠানো হয়। কালীপুজোর দুই তিনদিন আগে থেকে লরি ভর্তি আনারস বাইরে পাঠানো হচ্ছে। ছটপুজোর আগে এলাকার বাজারেও আনারসের চাহিদা ব্যাপক বেড়ে যায়। আনারস চাষি তাপস দেবনাথ ও নারায়ণ রায়রা বলছেন, এখন অফ সিজন। তবে এমনিতে এবার ভরা মরশুমে ভালো দাম মিলেছে। তার তুলনায় এই মুহূর্তে কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। কাজিগছের আনারস চাষি মিঠা লাল সিংহের কথায়, এবারে আনারসের দাম সর্বোচ্চ রয়েছে। এর আগে কোনওদিন এতটা দাম ওঠেনি। আনারস ব্যবসায়ী মাসুরাম সিংহ ছটপুজো উপলক্ষ্যে প্রায় ৫০ টন আনারস বাইরের রাজ্যে পাঠিয়েছেন। ব্যবসায়ী ইসারুল হক বলেন, কয়েকদিন আগে আমি ২৮ টন আনারস ভিনরাজ্যে  পাঠিয়েছি। 
  • Link to this news (বর্তমান)